সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

প্রিয়াঙ্কাকে বিয়ে করতে নিককে যে শর্ত মানতে হয়েছিল

বিনোদন ডেস্ক: ২০১৮ সালে ভালোবেসে ঘর বাধেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। দুই দেশের দুই মানুষ। শিল্প, সংস্কৃতিও ভিন্ন। তবুও যেন ভালোবাসার বন্ধন তাঁদের আলাদা করতে পারেনি। বেশ ভালোভাবেই উপভোগ করছেন দাম্পত্য জীবন। এখন তাঁরা মালতী মেরি চোপড়া জোনাসের বাবা-মা। তবে জানেন কি বিয়ের আগে নিককে শর্ত দিয়েছিলেন এই অভিনেত্রী। সেই শর্ত মেনেই বিয়ে করেন মার্কিন পপ তারকা।

চলতি মাসে দীপাবলি উপলক্ষে একসঙ্গে সময় কাটিয়েছেন চোপড়া-জোনাস পরিবারের সদস্যেরা। সেই ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করেছেন। বলা চলে বেশ ভালোভাবেই ভারতীয় সংস্কৃতি রপ্ত করেছেন নিক। তবে পেশাগত কারণে সারা বছর ব্যস্ততার মধ্যেই কাটে এই দম্পতির। ভৌগোলিক দূরত্ব যে থাকবেই তা তাঁদের জানাই ছিল।

সম্পর্কের প্রথম থেকেই এই দূরত্ব না-কি তাঁদের দাম্পত্যের প্রতিবন্ধকতা। সেই কারণেই বিয়ের আগে স্বামীকে শর্ত দেন প্রিয়াঙ্কা। বিশ্বের যে কোনো প্রান্তে থাকুন না কেন মাসের একটা নির্দিষ্ট সময় কয়েকটা দিন একসঙ্গে কাটাতেই হবে তাঁদের।

প্রিয়ঙ্কার কথায়, ‘আমাদের প্রতি তিন সপ্তাহ অন্তর দেখা হয়। আমরা মাসে একবার অন্তত কয়েকটা দিন একসঙ্গে থাকবই, বিশ্বের যে কোনো প্রান্তে থাকি না কেন।’ এত বছর হয়ে গিয়েছে, কখনো বিশ্বের নানা শহরে শো করছেন নিক, অন্য দিকে কখনো ভারতে, কখনো ইউরোপের বিভিন্ন জায়গায় কাজের জন্য যেতে হয় প্রিয়াঙ্কাকে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM