সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

জলবায়ু চুক্তি থেকে আমেরিকার বেড়িয়ে যাওয়ার শঙ্কা নিয়ে সোমবার শুরু হচ্ছে কপ-২৯ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে আগামীকাল আজারবাইজানে শুরু হতে যাওয়া বার্ষিক জলবায়ু সম্মেলন ‘কপ ২৯’ এ ফের হতাশা দেখা দিয়েছে। কপ-২৯ সম্মেলনের আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের এই পালাবদল হুট করে আট বছর আগের স্মৃতি ফিরিয়ে এনেছে। সংশয়ের কারণ, আট বছর আগে ২০১৬ সালের নভেম্বরে মরক্কোর মারাকেশে বসেছিল বার্ষিক জলবায়ু সম্মেলন।
সম্মেলন শুরু হয়েছিল ট্রাম্পের জয়ের খবর দিয়ে। উদ্বেগ ছড়িয়ে পড়েছিল সর্বত্র। কারণ, নির্বাচনী প্রচারে ট্রাম্প বারবার জলবায়ু পরিবর্তন ও সেই সম্পর্কিত আন্দোলনের প্রয়োজনীয়তাকে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, জলবায়ু আন্দোলন এক ‘ব্যয়বহুল ধাপ্পাবাজি’। যুক্তিহীন, অহেতুক এবং সেটা ‘চীনের স্বার্থে চীনাদের তৈরি’। এসব মন্তব্য ছাপিয়ে বড় হয়ে উঠেছিল তার ঘোষণা। বলেছিলেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসবে।
সেই ঘোষণা মারাকেশে সমবেত আন্দোলনকর্মীদের মনে যে হতাশার সৃষ্টি করেছিল, সম্ভবত তারই পুনরাবৃত্তি হতে চলেছে আজারবাইজানের রাজধানী বাকুতে।
এর আগে প্যারিস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে গিয়েছিল আমেরিকা। জো বাইডেন ক্ষমতায় এসে প্যারিস চুক্তিতে ফেরে আমেরিকা। জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে যখন আশার সঞ্চার হয়েছিল তখন ট্রাম্পের এই বিজয় অন্ধকারের কালো ,মেঘের মতোই ছায়া ফেলছে। কে জানে, তিনি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দ্বিতীয়বারের মতো দেবেন কি না। কিন্তু গত চার বছরের অর্জন যে তিনি নষ্ট করে দিতে পারেন, সেই শঙ্কা বাকু সম্মেলনজুড়েই থাকবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM