শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

ট্রাম্প ক্ষমতায় এলেও হাসিনার আসার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক: ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। কারণ, তাদের (আমেরিকা) বিদেশি নীতি পরিবর্তন হয় না।

শুক্রবার (০৮ নভেম্বর) রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন,জুলাই বিপ্লব ছাত্র জনতা করেছে, বিদেশি কেউ করে নাই। আমাদের মুক্তিযুদ্ধে ভারত স্বাধীন করে দিয়েছে, এই হীনমন্যতা তৈরি করেছে। তাই আজীবন কৃতজ্ঞ থাকার শিক্ষা দিয়েছে। এটা ভেঙে দিয়েছে জুলাই বিপ্লব। আমরা আশাবাদী স্বাধীনতা রক্ষা করতে পারব। ঐক্যবদ্ধ থাকতে হবে।

মাহমুদুর রহমান বলেন, ভারতের আধিপত্য থেকে আমরা মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনও ভারতের দোসররা আছে।

তিনি আরও বলেন, আবারও ৫ আগস্টের মতো ঐক্য দরকার। শ্রমিক, ছাত্র, তরুণ, সেনাবাহিনীসহ সবার সঙ্গে ঐক্য হতে হবে, যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে। ভারতের আধিপত্য রুখতে এই ঐক্য প্রতিষ্ঠা জরুরি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM