বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের শরণখোলায় গাছ থেকে পড়ে নূরুল হক ফরাজী (৫৩) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূরুল হক ফরাজী ওই গ্রামের মৃত কাসেম ফরাজির ছেলে।

নিহতের জামাতা ইউনুস হাওলাদার জানান, তার শ্বশুর পেশায় একজন গাছ কাটা শ্রমিক। প্রতিদিনের মতো তিনি একই গ্রামের ইব্রাহিম হাওলাদারের বাড়িতে চুক্তিতে একটি রেইনট্রি গাছ কাটতে যান। গাছে উঠে ডাল কাটার সময় প্রায় ১৫ ফুট ওপর থেকে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবরটি তিনি অবহিত নন। তবে বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM