শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

বৈষম্যবিরোধী হজ এজেন্সি: তিন হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন ৫ লাখ ১৮ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকার ও সাধারণ হজ এজেন্সিগুলো দুই ধরনের হজ প্যাকেজ ঘোষণা করেছে। এর বিপরীতে তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন ‘বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকরা’। সাধারণ হজ প্যাকেজ, সাধারণ হজ প্যাকেজ-২ এবং বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করে তারা বলছেন, উচ্চ আদালতের রায়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের (হাব) কার্যক্রমে স্থগিতাদেশ রয়েছে। তাই ওই অংশের হজ প্যাকেজ দেওয়ার নৈতিক অধিকার নেই। একই সঙ্গে সরকারঘোষিত হজ প্যাকেরে মূল্য আরও কমানোর দাবি জানান তারা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব প্যাকেজ ঘোষণা করেন তারা।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী হজ এজেন্সি মালিকদের আহ্বায়ক মো. আখতার উজ্জামান বলেন, সঙ্কটাপন্ন হজ ব্যবস্থাপনা থেকে পরিত্রাণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা একটি হজ প্যাকেজ ঘোষণা করেছেন। গত বছরের চেয়ে এবার হজের খরচ কমানোয় আমরা যেমন খুশি, তেমন এ খরচ আরও কমানোর দাবি জানাচ্ছি।

তাদের ঘোষণা করা প্রথম প্যাকেজে মূ্ল্য ধরা হয়েছে ৫ লাখ ১৮ হাজার টাকা, দ্বিতীয় প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৮৫ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা।

সাধারণ প্যাকেজ ৫ লাখ ১৮ হাজার
এ প্যাকেজে সৌদি অংশের খরচ ধরা হয়েছে ৩ লাখ ৩২ হাজার ৮০৭ টাকা। এরমধ্যে থাকবে মক্কা-মদিনা বাসা ভাড়া, জমজম পানি, সাভির্স চার্জ, খাওয়া খরচ। আর বাংলাদেশ অংশের খরচ ধরা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩৫০ টাকা। এরমধ্যে রয়েছে বিমান ভাড়া ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। হজযাত্রীদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি, হজ গাইড ফি ইত্যাদি।

সাধারণ প্যাকেজে যেসব সুবিধা
হজ ভিসা এবং সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট সরবরাহ, মক্কায় মসজিদুল হারামের বাহিরের চত্বর থেকে সর্বোচ্চ ৩ কিলোমিটার এবং মদিনায় মসজিদে নববি থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে মারকাজিয়া এরিয়ার বাহিরে শীতাতপ নিয়ন্ত্রিত হোটেল/বাড়ি। প্রতিরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন। মিনার তাঁবুতে ম্যাট্রেস, চাদর, কম্বল ও বালিশের ব্যবস্থা।

হজযাত্রীকে কোরবানি বাবদ আনুমানিক ৭৫০ সৌদি রিয়াল সঙ্গে নিতে হবে এবং কোরবানি নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে।

সাধারণ হজ প্যাকেজ-২, ৫ লাখ ৮৫ হাজার টাকা
যারা দূরে না থাকে কাছাকাছি দূরত্বে থাকতে চান তাদের জন্য এ প্যাকেজ ঘোষণা করেছেন মালিকরা। তাদের দাবি, যারা দেড় কিলোমিটারেরে মধ্যে থাকতে চান তাদের জন্য এ প্যাকেজ সাজানো হয়েছে।

বিশেষ প্যাকেজ মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা
এ প্যাকেজটি সাধারণত ভিআইপি প্যাকেজ বলা হয়। এ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার টাকা। আর সরকারিভাবে এ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

এ প্যাকেজে সৌদি অংশের খরচ ধরা হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা। বাংলাদেশ অংশের খরচ ধরা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৫০ টাকা।

এ প্যাকেজে যারা যাবেন তাদের মক্কায় হারাম শরিফের বাইরের চত্বর থেকে এক কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। হারাম শরিফ যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। একইভাবে মদিনায় মারকাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্মেলনে আখতার উজ্জামান বলেন, আমরা এ বছরও কোটা পূর্ণ হওয়া নিয়ে শঙ্কায় রয়েছি। হজ পালন সহজ করার জন্য বিমান ভাড়া আরও কমিয়ে ও সৌদি পার্টের মোয়াল্লিম ফি এবং ১৭.৫০ শতাংশ ভ্যাট/ট্যাক্স কমিয়ে আরও সুলভ প্যাকেজের দাবি জানাচ্ছি সরকারের কাছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকদের সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ আলী, হাবের সাবেক মহাসচিব রশিদ শাহ সম্রাট প্রমুখ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM