শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার মামলায় খিলগাঁও দুই নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সদস্য মেরিনা আক্তারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।খিলগাঁও থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ২৬ আগস্ট ভিকটিম মো. আওলাদ হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলেন। খিলগাঁওয়ের তিলপাপাড়ায় নির্বাচনী প্রচারণা চলাকালে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করে দেয়। হামলায় মামলার বাদীসহ বিএনপির অনেক নেতাকর্মী আহত হন। এছাড়াও আক্রমণকারীরা বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণ ঘটায়।
তিনি আরও জানান, এ ঘটনার মামলা তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তদন্তে প্রাপ্ত আসামি মেরিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
খিলগাঁও থানার মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM