মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

কালীমন্দির থেকে চুরি কোটি টাকার গয়না

আন্তর্জাতিক ডেস্ক: গুজরাটের কালীমন্দির থেকে বিপুল গয়না চুরি হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, প্রদেশের পঞ্চমহল জেলার পাভাগড় পাহাড়ের উপরে অবস্থিত ওই মন্দির থেকে গত ২৮ অক্টোবর গয়না চুরি হয়। তার মূল্য ৭৮ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ১০ লাখ টাকারও বেশি।
পুলিশ জানিয়েছে, তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মন্দির এবং তার আশপাশের ১৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে তারা। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বাইক নিয়ে মন্দিরের সামনে ঘোরাঘুরি করছেন। এর পরই বিদুরভাই বাসব নামের ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়।
পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি জানিয়েছেন, ওই ব্যক্তির বাড়ি সুরাটের উমরপাড়ায়। বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৬টি সোনার হার উদ্ধার হয়েছে। যার বাজারদর ৭৮ লাখ টাকারও বেশি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM