শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

ধান ৩৩, চাল ৪৭ টাকা কেজি দরে কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক: আমন মৌসুমে ১০ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্র ঠিক করেছে অন্তর্বর্তী সরকার। উৎপাতন খরচ বাড়ায় গতবারের চেয়ে বেশি দাম নির্ধারণ করা হয়েছে।বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে কেনাকাটার এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন মৌসুমের ধান চাল সংগ্রহ চলবে। আর আতপ চাল সংগ্রহের সময় ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত।
এবছর প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকায় সংগ্রহ করা হবে। এর মধ্যে সাড়ে তিন লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে।
সচিব জানান, উৎপাদন খরচ গত বছরের চেয়ে দুই থেকে আড়াই টাকা বেড়েছে বিবেচনায় ফসলের দাম কেজিতে তিন টাকা করে বাড়ানো হয়েছে।গত ২০২৩-২৪ সালের আমন মৌসুমে সাত লাখ টন চাল ও ধান কেনার পরিকল্পনা করা হয়েছিল। এরমধ্যে ছিল ২ লাখ টন ধান ও ৫ লাখ টন চাল ছিল। চার লাখ টন সেদ্ধ চাল ৪৪ টাকা ও এক লাখ টন আতপ চাল ৪৩ টাকা কেজি দরে আর দুই লাখ টন ধান ৩০ টাকা কেজি দরে কেনার সিদ্ধান্ত ছিল।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM