শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

সাত দিন সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

নিজস্ব প্রতিবেদক: রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম সোমবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে অন্যতম হচ্ছে রানওয়ে লাইটিং সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম। আগামী ৮ নভেম্বর রাত থেকে ১৪ নভেম্বর রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত (সাড়ে ৩ ঘণ্টা) এ কাজ চলবে।

তিনি আরও বলেন, এ সময় রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে বিষয়টি জানাতে এরই মধ্যে নোটিশ জারি করা হয়েছে। বিমানবন্দরের যাত্রীদের ফ্লাইট সম্পর্কে নিশ্চিত করতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে ও যাত্রীদের নিজ নিজ ফ্লাইটসূচি সম্পর্কে নিশ্চিত হতে বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে। প্রয়োজনে বিমানবন্দরের কল সেন্টার ১৩৬০০-তে কল করার পরামর্শ দেন ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম।

চলতি বছরের ১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে। তার আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণকাজের জন্যও রানওয়ে বন্ধ রাখা হয়েছিল।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM