বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

পকেটে থাকা কার্তুজের সূত্র ধরে বন্দুক উদ্ধার, গ্রেপ্তার যুবক

চট্টগ্রামে একনলা বন্দুক ও দুটি কর্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে রায়হান ফেরদৌস মোরশেদকে (২৪) গ্রেপ্তার করা হয়। তার আগে ওই যুবককে পুলিশ তল্লাশি করে পকেট থেকেই একটি কার্তুজ উদ্ধার করে, এরপর মোবাইল থাকা একটি ছবির সূত্র ধরে একনলা বন্দুকসহ আরও একটি কার্তুজ জব্দ করা হয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, রবিবার রাতে পুলিশি অভিযান চলাকালে নতুন ব্রিজ এলাকায় রায়হানকে সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করে বাকলিয়া থানা পুলিশ। তখন তার কাছ থেকে একটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। এসময় ওই যুবক তার মোবাইলটি লুকানোর চেষ্টা করে। এতে পুলিশের সন্দেহ বেড়ে যায়।
পরে তার মোবাইল চেক করে অস্ত্র হাতে তার একটি ছবি পাওয়া যায়। পুলিশ ছবির বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলে ওই যুবকএক পর্যায়ে স্বীকার করে বন্দুকটি তার নিজ বাড়িতে আছে। এরই ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে সাতকানিয়া থানার সহযোগিতায় দ্বীপের কুল বাংলাবাজার এলাকার বাড়ি তল্লাশি করে একনলা বন্দুকটি উদ্ধার করে। এ সময় পুলিশ তার কাছ থেকে আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM