সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

৭০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন বীনা মালিক

পাকিস্তানি অভিনেত্রী ও মডেল বীনা মালিক সম্প্রতি একটি পডকাস্টে জানিয়েছেন যে, সারা বিশ্ব থেকে ৭০ হাজারেরও বেশি বিয়ের প্রস্তাব পেয়েছেন। পডকাস্টে তিনি তার ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে আলোচনা করেন।
ক্যারিয়ারের শুরুর সময়কে বীনা রোলারকোস্টার রাইডের মতো অভিহিত করেছেন। তিনি বলেন, ওই সময়টা আমার জন্য অত্যন্ত ব্যস্ত ছিল। আমার কাছে কোনো সময় ছিল না। আমার বড় বোন আমাকে মেকআপ তুলে দিত এবং নিজ হাতে খাইয়ে দিত।
এক প্রশ্নের জবাবে, বীনা জানান, আমি যখন আমার ক্যারিয়ারের শীর্ষে ছিলাম এবং ভারতে একটি রিয়েলিটি শো চলছিল, তখন আমার টিম আমাকে জানিয়েছিল যে, তারা আমার জন্য সারাবিশ্ব থেকে ৭০ হাজারেরও বেশি বিয়ের প্রস্তাব পেয়েছে। তবে তিনি স্বীকার করেন যে, এই প্রস্তাবগুলো সম্পর্কে বিস্তারিত জানতেন না এবং কারা এই প্রস্তাব পাঠিয়েছে তাও জানতেন না।
বীনা মালিক বলেন, আমি জানি না, এই প্রস্তাবগুলো আসলেই সত্য ছিল কিনা। তবে এটি নিশ্চিত যে, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে।
অভিনেত্রী হিসেবে বীনা মালিক ২০১০ সালে ভারতীয় সিনেমায় কাজ শুরু করেন এবং সেখানে বেশ কয়েক বছর কাটান। তিনি ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এবং বিভিন্ন ধরনের ওয়েডিং রিয়েলিটি শোতেও অংশগ্রহণ করেছেন।
২০১৪ সালে, ব্যক্তিগত ও পেশাগত কারণে তিনি ভারত থেকে দুবাইতে চলে যান। বীনার ক্যারিয়ার ও প্রস্তাবের সংখ্যা তার জনপ্রিয়তার একটি প্রতিফলন এবং পাকিস্তানি ও ভারতীয় বিনোদন জগতের মধ্যে তার অবস্থানকে আরও দৃঢ় করে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM