বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর খাদে বাস, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ৬৫০ ফুট গভীর খাদে পড়ে। এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর টাইমস অব ইন্ডিয়ার

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪৫ আসনের বাসটি সোমবার (৪ নভেম্বর) পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে আলমোড়া মারচুলার কাছে বাসটি রাস্তা থেকে প্রায় ৬৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ৩৬ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জেলা ম্যাজিস্ট্রেট অলোক কুমার পান্ডে জানিয়েছেন।

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গুরুতর অবস্থায় তিনজনকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

টাইমস অব ইন্ডিয়া বলছে, পুলিশ এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ)-সহ জরুরি কর্মীরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করতে ঘটনাস্থলে পৌঁছেছেন।

এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, আলমোড়া জেলার মার্চুলায় দুর্ভাগ্যজনক বাস দুর্ঘটনায় হতাহতের খবরে আমি দুঃখিত। জেলা প্রশাসনকে দ্রুত ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM