বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

হাসপাতালে মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান মুসলিম লিগের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজ শরিফ বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে গলায় সমস্যা হয়েছে তার।

গলায় সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সমস্যাগুলো পুঙ্খানুপুঙ্খ চেক-আপের জন্য শরীফ মেডিকেল সিটি কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, মরিয়ম নওয়াজ গলায় সমস্যায় ভুগছেন।

মরিয়ম নওয়াজের সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফ তার বাবা। বর্তমানে পাকিস্তান মুসলিম লিগ থেকে পাঞ্জাবের ২০তম মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM