রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

যুক্তরাজ্যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশি আপসানা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ব্রিটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইমহাউজ আসনের এমপি আপসানা বেগম। তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

আপসানার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বিষয়ে আপসানা বেগম বলেছেন, অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হতে পেরে আমি আনন্দিত। জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাব নিয়ে পার্লামেন্টের উভয় হাউস এবং সকল পক্ষের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আপসানা।

তিনি বলেছেন, আমি জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবসহ জবাবদিহি, গণতান্ত্রিক স্বাধীনতার সন্ধান এবং উভয় হাউসের সব পক্ষের সদস্যদের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের বৃহত্তর বোঝাপড়াকে উৎসাহিত করার জন্য কাজ করতে উন্মুখ। পাশাপাশি যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের হয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আপসানা।

এর আগে ২০১৯ সালে আফসানা লেবার পার্টির মনোনয়নে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে তিনিই প্রথম হিজাব পরিহিত সংসদ সদস্য। ফিলিস্তিনের গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টে সোচ্চার ভূমিকা পালন এবং গাজায় যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়ে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

আফসানা বেগমের জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসেই। তার বাবা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর মনির উদ্দিন আহমেদ। বাংলাদেশে তাদের আদি বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। রাজনীতি বিষয়ে কুইনমেরি বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে স্নাতক এবং ২০১২ সালে সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে আইন ও কমিউনিটি লিডারশিপ বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন তিনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM