বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে কার্তিক আরিয়ান আছেন। শুরুতে তার অভিনয় দর্শকদের না টানলেও সময়ের সঙ্গে এই নায়ক নিজেকে প্রমাণ করেছেন। বক্স অফিস হিট করা একাধিক সিনেমা আছে তার। প্রায় সময় এই অভিনেতার প্রেমের গুঞ্জন শোনা যায় বিভিন্ন নায়িকাদের সঙ্গে। অভিনেতা এ বিষয়ে কিছু বলেননি কখনও। তবে এবার নিজেই প্রেমিকার নাম জানালেন এই অভিনেতা। তাও একটি অনুষ্ঠানের মঞ্চে।
ঘটনার সূত্রপাত সিনেমার প্রচরণা করতে গিয়ে। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ‘ভুলভুলাইয়া টু’ সিনেমা দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন কার্তিক। সদ্য মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া থ্রি’। এবারের এর মূল চরিত্রে আছেন কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালান। কাজের সূত্র ধরে দুই তারকার বন্ধুত্ব গড়ে উঠেছে। একসঙ্গে সিনেমার প্রচারণায় যাচ্ছেন তারা।
সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে হাজির হয়েছিলেন ‘ভুলভুলাইয়া থ্রি’র তারকারা। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, রাজপাল যাদব, তৃপ্তি দিমরি এবং পরিচালক আনিস বাজমি দেখা দেন অনুষ্ঠানটিতে। এই শোয়ের একটি অংশে, কপিল শর্মা তার অতিথিদের ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে বলেন। আর এখানেই ঘটে বিপত্তি। খেলা চলাকালীন কার্তিক একটি ট্রুথ কার্ড নেন আর এই সুযোগে বিদ্যা কার্তিকের প্রেমিকার নাম জানতে চান। মজা করে বিদ্যা বানান বলেন, শুটিং করার সময় আমি দেখতাম প্রায় সময় কার্তিক ফোনে কথা বলতো। আমি কয়েকবার তার প্রেমিকার নাম জানতে চেয়েছি এমনকি কথাও শুনেছি। কিন্তু ফোনে কার্তিক সব সময় ‘মি টু, মি টু’ বলে তাই এর বেশি কিছু শুনতে পারিনি। এখন কার্তিককে তার প্রেমিকার নাম বলতে হবে।
কার্তিক এই সময় জবাবে বলেন, ওর নাম মিতু। এর বেশি অভিনেতা আর কিছু বলেননি। আর এই সময় কপিল শর্মা কার্তিক আরিয়ানের মা মালা তিওয়ারিকেও প্রশ্ন করেন কার্তিকের প্রেমিকার প্রসঙ্গে। অভিনেতার মা মজা করেই বলেন, আমি কয়জনের নাম নিবো। একজন হলে তো সহজেই বলে দিতে পারতাম। এই সময় উপস্থিত সবাই হেসে দেয়। কার্তিক অবসহ্য তার প্রেমিকার বিষয়ে আর কিছু জানাননি।
প্রসঙ্গত, বলিউডের একাধিক তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এমন গুঞ্জন শোনা যায় কার্তিক আরিয়ান। তিনি সারা আলি খানের সঙ্গে ডেটিং করছেন এমন গুঞ্জনও ছিল। এছাড়াও কৃতি শ্যানন, অনন্যা পান্ডে এবং তারা সুতারিয়ার সঙ্গেও এই বলিউড অভিনেতা প্রেম করছেন এমন শোনা গিয়েছিল।
এমএফ