শুক্রবার | ১৬ জানুয়ারি, ২০২৬ | ২ মাঘ, ১৪৩২

জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট শেখ হাসিনার গণহত্যার দোসর অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিচার ও দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু, ১৪ দলীয় জোটসহ সকল শরিকদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে আয়োজিত গণজমায়েত ও বিক্ষোভ অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান।
বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণহত্যার মাধ্যমে দেশকে মৃত্যু নগরীতে পরিণত করেছে। আর এই দেশ ও গণবিরোধী জঘন্য অপরাধের প্রধান দোষর জিএম কাদের গংরা এবং ১৪ দলীয় জোট শরিক দলদের মাস্টার মাইন্ডের কারণে জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার পথ বেছে নিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আমরা আমাদের দল মনে করে যারা ক্ষমতালোভে অন্ধ হয়ে ব্যক্তিস্বার্থের জন্য জনগণের জীবন নিয়ে খেলা করে তাদের রাজনীতি করার অধিকার নাই।
নেতৃবৃন্দ আরও বলেন, নিরস্ত্র ছাত্র জনতার গণআন্দোলনে যে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে সেখানে কোন ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হবে না, তাই অবিলম্বে জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু ও ১৪ দলীয় জোটসহ সকল শরিক দল প্রদানদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহবুব রব, টিএম কামরুল হাসান হৃদয়, মো. নুরুন্নবী, শফিকুল ইসলাম শফিক, শেখ মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM