বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

থানা থেকে পুলিশের ৩ মোটরসাইকেল চুরি

জেলা প্রতিনিধি,কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা থানার গ্যারেজ থেকে পুলিশের ৩টি মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। আসামিদের সনাক্ত করতে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে পুলিশ অভিযান শুরু করেছে।
থানা সূত্র জানায়, পুলিশ কর্মকর্তারা ডিউটি শেষ করে থানার ভেতরের গ্যারেজে মোটরসাইকেল রেখে অফিসিয়াল কাজে মনোযোগ দেন। সেখান থেকেই ভেড়ামারা থানা পুলিশের এএসআই আল আমীন, কনস্টেবল মাসুদ এবং সোহেলের ১৫০ সি সি তিনটি পালসার মোটরসাইকেল চুরি হয়ে যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম জানান, থানার কম্পাউন্ড থেকে একই সময় ৩টি মোটরসাইকেল চুরির ঘটনা খুবই দুশ্চিন্তার বিষয়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ চেক করে অভিযান শুরু করেছে। দ্রুত আসামিদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM