শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভে দুই জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ১৪ নম্বর সেকশনে গার্মেন্টকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নারীসহ দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সেন্টেক্স ফ্যাশন লিমিটেড এর সুইং অপারেটর আলআমিন হোসেন (১৭) ও ঝুমা আক্তার (১৫)।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মিরপুর ১৪ কাফরুল এলাকায় এই ঘটনাটি ঘটে।

সেনটেক্স ফ্যাশন নামে কারখানাটির কর্মচারীরা জানান, একই এলাকার মৌসুমী গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে কর্মচারীরা কারখানাটির সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেয়া হয়। তখন সবাই এক সঙ্গে রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। তারা আরো দাবি করেন, এতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়লে আলামিন ও ঝুমা নামে দুই জন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধদের পোশাক শ্রমিক আলামিনের সহকর্মী মো. কবির হোসেন জানান, আলামিনের বাড়ি খুলনায়। বর্তমানে মিরপুর-১৪, বিআরপি এলাকায় থাকে। সকালে তাদের কারখানা ছুটি ঘোষণা করলে সে বাসায় যাচ্ছিলো। তখন তার পিঠে গুলি লাগে।

আহত ঝুমার বড় বোন মর্জিনা বেগম জানান, ঝুমা সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করে ঝুমা। তার ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM