শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

টাকা তোলাকে কেন্দ্র করে লেগুনা চালককে হত্যা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— সোহেল (৩২) ও রাতুল ইসলাম (২১)।
বুধবার (৩০ অক্টোবর) ভোর ৫টায় রামপুরা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রামপুরা ব্রিজের উপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে নিহত মো. হাসান হাওলাদারের (১৯) সঙ্গে কয়েকজনের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে গ্রেফতারকৃত সোহেল ও রাতুলসহ অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তাকে ধারালো চাপাতি ও ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। হাসানকে বাঁচাতে তার বন্ধু মো. নূরে আলম এগিয়ে আসলে তিনিও হামলাকারীদের হামলায় আঘাতপ্রাপ্ত হন। শেষে পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসান হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরে বাড্ডা থানায় একটি মামলা হয়। সেই মামলার এজাহারভুক্ত আসামি সোহেল ও রাতুল ইসলামকে বুধবার গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM