সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবদল নেতা নবীন তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন এ আদেশ দেন।

এর আগে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক নাজমুল হাচান। পরে শুনানি শেষে আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, গত মঙ্গলবার (২০ আগস্ট) মধ্যরাতে আহমদ হোসেনকে রামপুরা এবং মোহাম্মদ সোহায়েলকে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করা হয়। রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েলকে গত সোমবার (১৯ আগস্ট) নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসন থেকে নির্বাচিত হন। অপরদিকে, মোহাম্মদ সোহায়েল ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি কমোডর থেকে রিয়ার অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান।

এনএইচ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM