বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

পদ্মায় নিখোঁজ আরেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলায় নিখোঁজ আরেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হলো।

বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনার সুজানগর থানার নাজিরগঞ্জ ঘাট এলাকা থেকে নিখোঁজ পুলিশের এএসআই মুকুল হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়।

সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বিকেলে নদী থেকে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই পুলিশ সদস্য কুমারখালী থানায় কর্মরত ছিলেন।

এর আগে, সোমবার ভোররাতে এক‌টি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য কুমারখালী থানার চার পুলিশকে নি‌য়ে পদ্মা নদীতে যান। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ ধরছিলেন জেলেরা। নৌকাটি জেলেদের কাছাকাছি এলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও মুকুল হোসেন নদী‌তে ঝাঁপ দিয়ে নি‌খোঁজ হন। হামলাকারী‌দের মাথায় হেল‌মেট পড়া ছিল।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম দুই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM