বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

সরিষাবাড়ীতে চাঁদাবাজিকালে ৪ ভুয়া সমন্বয়ক আটক

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজিকালে ৪ ভুয়া সমন্বয়ককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার বিকেলে উপজেলার পিংনা বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার বলারদিয়া গ্রামের ওয়াজেদ আলী মেয়ে বৈশাখী খাতুন (২০), চর সরিষাবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবুল মিয়া (২২), চর পোগলদিঘা গ্রামের বাদল মিয়ার ছেলে রিফাত হাসান (১৮) ও রুদ্র বয়ড়া গ্রামের সুরুজ আলীর ছেলে রিফাত মিয়া (১৮)।

স্থানীয়রা জানান, আটককৃতরা বিকেলে পিংনা বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা আদায় করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে ঝালোর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যান।

পরে বিষয়টি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারকে জানানো হলে তিনি সরিষাবাড়ী থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে আটককৃতদের থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, আমরা খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ঝালোর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যাই। পরে অভিযুক্তদেরকে আটক করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM