শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

আমাদের হাতে তো জাদুর চেরাগ নেই: ফাওজুল কবির খান

নিজস্ব প্রতিবেদক: টিকিট সংক্রান্ত হয়রানিসহ রেলের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সময় লাগবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সময় চেয়ে তিনি বলেছেন, সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করেছি আমরা। আমাদের সময় দিতে হবে, আমাদের হাতে তো আর জাদুর চেরাগ নেই।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের রুট রেশনালাইজেশন এবং ই-টিকিটিং ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা।
ফাওজুল কবির খান বলেন, অনলাইন টিকিটিং সিস্টেম সহজে টিকিট পাওয়া যায় না, কিন্তু কালোবাজারে পাওয়া যায়। এটা নিয়ে আলোচনা হয়েছে। টিকিট কাটার সময় যাত্রীরা যাতে ভিন্ন সময় ও অন্যান্য স্টেশনের চিত্রও দেখতে পায়, সেটার ব্যবস্থা করতে সহজকে বলেছি।
টিকিট কালোবাজারিদের হুঁশিয়ার করে তিনি বলেন, রেলের কর্মচারীসহ যারা কালোবাজারি করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। এটা চলতে দেওয়া যায় না। এটা আগে চলেছে, এখন বন্ধ করতে হবে।
রেল রুট রেশনালাইজেশনের জন্য কাজ শুরু হবে জানিয়ে উপদেষ্টা বলেন, অনেক জায়গায় যাত্রী বেশি থাকলেও স্টেশন নাই, আবার যাত্রী তেমন না থাকলেও স্টেশন আছে। সেক্ষেত্রে রেল রুট রেশনালাইজেশনের জন্য আমরা কাজ করা শুরু করব। এটার জন্য আমাদের সময় দিতে হবে, আমাদের হাতে তো আর জাদুর চেরাগ নেই। প্রত্যেক সমস্যার গভীরে যেতে চাচ্ছি।
এছাড়া রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে ফাওজুল কবির খান বলেন, আমরা প্রকল্প রিভিউ করছি। অনেক প্রকল্প হয়ে গেছে, আমরা চেষ্টা করছি, কীভাবে সেগুলোর ব্যবহার বাড়ানো যায়। সামনের প্রকল্প আমরা যাত্রীস্বার্থ বিবেচনা করে আনবো। কারো পছন্দের জন্য আর রেললাইন যাবে না, রেলস্টেশন হবে না। অপ্রয়োজনীয় প্রকল্প পুনর্বিবেচনায় কাজ করবো।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM