শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

ছাত্র-জনতার ওপর হামলাকারী নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: খিলগাঁও মেরাদিয়া বাজারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতাররা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।
গ্রেফতাররা হলেন— নাজিফ ফোয়াদ (২৪), মো. সিরাজুল আবেদীন শুভ (২৪), মিজানুর রহমান আরসান (২৪), ইব্রাহিম শেখ (২৭) এবং তানিজল হক সিফাত (২৪)। শনিবার রাতে শাহজাহানপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রোববার এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন যে তারা খিলগাঁও এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জড়িত ছিল।
খিলগাঁও থানার সূত্রে জানা যায়, ১৯ জুলাই শুক্রবার বাদ জুমা খিলগাঁও থানার মেরাদিয়া বাজারে অনুষ্ঠিত শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করছিলেন মো. আহাদুল ইসলাম। এ সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ শুরু করে, যার ফলে আহাদুল গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ভয়-ভীতির কারণে তাকে বরিশালের মেহেন্দীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাতে হয়।
এই ঘটনায় আহাদুল ইসলামের বাবা ১৭ অক্টোবর খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM