জামালপুর প্রতিনিধি: সাবেক এমপি মির্জা আজমকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের মেলান্দহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
শনিবার বিকেলে ৫টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ বাজারের চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। সেখানেই একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্বে করেন মেলান্দহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর আলী। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সচিব সেলিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল লতিফ আকন্দ, উপজেলা বিএনপির সদস্য সাবেক যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল কবির মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল আলীম লেবু, যুবদলের উপজেলা আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, সিনিয়র যুগ্ম আহবায়ক এমএ গফুর ও পৌর যুবদলের আহ্বায়ক মোবারক হোসেন প্রমুখ।
এ সময় শীর্ষ দুর্নীতিবাজ ও জুলাই-আগস্টের গণহত্যার অন্যতম পরিকল্পনাকারী মির্জা আজমকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান বক্তারা।