শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

‘ব্যক্তি কিংবা রাজনৈতিক দল নিয়ন্ত্রণের কথা বললে অর্থনীতি সংকুচিত হবে’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কেন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হলো তা উপলব্ধি না করা গেলে কার্যকর সংস্কার সম্ভব নয়। ব্যক্তি কিংবা রাজনৈতিক দল নিয়ন্ত্রণের কথা বললে অর্থনীতি সংকুচিত হবে বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শনিবার (২৬ অক্টোবর) ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, অর্থনীতি নীতিমালা প্রসঙ্গ’ নিয়ে আলোচনায়, এমন মন্তব্য করেন তিনি।
এসময় আলোচকরা বলেন, মূল্যস্ফীতির চাপে দেশের বিপুল সংখ্যক মানুষ। বাড়ছে বেকারত্ব। সামাজিক বৈষম্যও এখন প্রকট। খেলাপি ঋণে পর্যদুস্ত ব্যাংক খাত। লাগামহীন দুর্নীতি এবং সুশাসনের অভাব- ভঙ্গুর হয়েছে অর্থনীতির ভীত।
এছাড়া সভায় এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রা সরবরাহ কমিয়ে দিয়েছে সরকার। এটি সঠিক পথ নয়। সরে না এলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে দাঁড়ানোর হুমকি দেন তিনি।
আলোচকরা বলেন, সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাজার। অনিয়মের জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। আরও জানানো হয়, রাজস্ব ফাঁকি বাড়ছে; রাজনৈতিক সুযোগ নিয়ে কর প্রশাসনকে ভেঙে ফেলা হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM