মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

নাচতে গিয়ে পড়ে গেলেন বিদ্যা বালান, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক: আনিস বাজমি পরিচালিত এবং ভূষণ কুমার প্রযোজিত ‘ভুল ভুলাইয়া তিন’ সিনেমায় বিশেষ আকর্ষণ হিসেবে একফ্রেমে দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। ছবিতে ‘আমি যে তোমার’-এ গানে নাচতে দেখা যাবে তাদেরকে।

সম্প্রতি ছবির প্রচারে এই গানের সঙ্গে নাচতে দেখা যায় মাধুরী ও বিদ্যাকে। এদিকে নাচ করার সময় মঞ্চে পড়ে যান বিদ্যা। কিন্তু তাতেও বিন্দুমাত্র নজর না দিয়ে নাচের তালে বিষয়টি এড়িয়ে যান তিনি।

বিদ্যা উঠে দাঁড়াতেই মাধুরী এসে কাঁধ রাখেন বিদ্যার কাঁধে। সেটাও নাচের মাঝে। দুজনের এই বিশেষ মুহূর্ত জিতে নিয়েছে সকলের মন। তাদের পারফরম্যান্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা হাততালি দিয়েছিল।

এই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিদ্যার এই নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অভিনেত্রীর নাচের প্রশংসা করে একজন ভক্ত লিখেছেন, ‘মাধুরীও কিন্তু ঘাবড়ে না গিয়ে নিজের নাচ চালিয়ে গিয়েছেন। পরে আবার ফিরে এসে সাহস দিলেন ভীষণ সুন্দর।’ আরেকজনের ভাষ্য, ‘মাধুরী ম্যাম হ্যাটস অফ, যেভাবে আপনি সাপোর্ট করলেন বিদ্যা ম্যামকে।’

মাধুরী ছাড়াও বিদ্যা, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র রয়েছেন এই সিনেমাতে। ১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলা ‘ভুল ভুলাইয়া তিন’-এর টক্কর হবে রোহিত শেট্টির ‘সিংঘম এগেইন’-এর সঙ্গে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM