মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

আমার মাথা খারাপ না যে, বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব

নিজস্ব প্রতিবেদক: কয়েক মাস আগে অর্পিতার সঙ্গে দীর্ঘ ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উড়ছে, চিত্রনায়িকা জান্নাতুল ঐশীর কারণে শুভর এ সংসার ভেঙেছে। শুভর সঙ্গে ঐশীর প্রেম নিয়ে বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যম খবরও প্রকাশ করে।

শুভ-ঐশীর প্রেম নিয়ে মিডিয়ায় পাড়ায় নানা ফিসফাস চললেও বিষয়টি নিয়ে এতদিন তাদের কেউই মুখ খুলেননি। অবশেষে নীরবতা ভাঙলেন ঐশী। এ বিষয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই নায়িকা।

‘মিশন এক্সট্রিম’খ্যাত জান্নাতুল ঐশী বলেন, ‘আমার মাথা খারাপ না যে, একজন বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব। এটা আমার জন্য খুবই লজ্জাজনক। একটি সম্পর্ক ভাঙা খুবই দুঃখজনক। দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি না যে, আমার জন্য কারো সংসার ভাঙবে।’

ঐশী বিশ্বাস করেন প্রকৃতি কাউকে ছাড় দেন না। ঐশীর মতে—‘আমি বিশ্বাস করি, আপনি যেটা করবেন, সেটি ফিরে আসবে। আমি আজ কারো সংসার ভাঙলে অন্য কেউ এসে আমার সংসার ভাঙবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না।’

শুভর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর খবরটিকে ‘নোংরামি’ বলে মন্তব্য করেন ঐশী। তার ভাষায়, ‘আমাকে জড়িয়ে কথা ছড়ানো খুবই নোংরামি। শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও হবে না।’

আরিফিন শুভকে নিজের মেন্টর দাবি করে ঐশী বলেন, ‘সহশিল্পী হিসেবে আমি তাকে খুবই সম্মান ও পছন্দ করি। সে আমার মেন্টরের মতো। এ ধরনের সম্পর্ক হওয়ার মতো আমাদের কোনো দিন কোনো আবেগ কাজ করেনি।’

আরিফিন শুভর সঙ্গে ঐশীর যোগাযোগও নেই বলে জানান ঐশী। এ অভিনেত্রী বলেন, “শুভ ভাইয়ের সঙ্গে সর্বশেষ ‘তুফান’ সিনেমা দেখতে গিয়ে কথা হয়। তার সঙ্গে আমার খুব একটা যোগাযোগ হয় না। ইন্ডাস্ট্রিতে আমার একটা বদনাম আছে যে, কাজের পর কারো সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না। পার্টি কিংবা বিভিন্ন আড্ডায়ও আমাকে দেখা যায় না। আর পাঁচজন শিল্পীর সঙ্গে আমার যেমন সম্পর্ক, ঠিক তেমনই শুভ ভাইয়ের সঙ্গেও।’

আরিফিন শুভ ও ঐশী বেশ কটি সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। কাজ করতে গিয়েই তাদের মাঝে ভালো সম্পর্ক তৈরি হয়। এ জুটির অভিনীত চলচ্চিত্রগুলো হলো— ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’, ‘নূর’।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM