শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায় ভারত : প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ভারত-বাংলাদেশ সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায়। যা আমাদের পারস্পরিক নির্ভরতার ওপর ভিত্তি করে তৈরি, যেখানে উভয় দেশের জনগণ প্রধান অংশীদার হিসেবে থাকবে।
বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ২০২৪ সালের কোর্সের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বুধবার (২৩ অক্টোবর) বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ভারতের অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং দ্রুত জাতীয় উন্নয়নের অনুসন্ধানের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে তিনি ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কে আলোচনা করেন, যা বিশ্বব্যাপী নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা, বৈশ্বিক শাসনের সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থকে প্রচার করার জন্য ভারতের ক্রমবর্ধমান সম্পৃক্ততার ওপর আলোকপাত করে।
হাইকমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র সচিবের সঙ্গে শেখ হাসিনা ইস্যুতে ‘সুনির্দিষ্ট’ আলোচনা হয়নি,
প্রণয় ভার্মা ভারতের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারগুলির মধ্যে ‘প্রতিবেশী প্রথম’, ‘অ্যাক্ট ইস্ট পলিসি’, সাগর নীতি এবং ভারতের ইন্দো-প্যাসিফিক ভিশনের অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM