বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি, ২০২৬ | ১ মাঘ, ১৪৩২

তিনদিনের কর্মসূচি ঘোষণা ইসলামী সমাজের

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭, ২৮ ও ২৯ অক্টোবর গাজীপুর মুক্তমঞ্চ থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী সমাজ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী সমাজের নেতারা। এ সময় ১২ থেকে ১৫ জন উপস্থিত ছিলেন।

কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইসলামী সমাজের ঢাকা বিভাগীয় অঞ্চল- ১ এর দায়িত্বশীল মুহাম্মদ ইউসুফ আলী মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন- সংগঠনের ঢাকা বিভাগীয় অঞ্চল- ২ এর দায়িত্বশীল মুহাম্মদ ইয়াছিন, ঢাকা মহানগর দক্ষিণের দায়িত্বশীল মুহাম্মদ সোহেল ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী দায়িত্বশীল আবু জাফর মো. সালেহসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, দুর্নীতি ও বৈষম্য মুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামী সমাজের বিকল্প নেই। জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাত লাভের লক্ষ্যে সৃষ্টিকর্তা আল্লাহর’ই সার্বভৌমত্বের ভিত্তিতে তারই রাসূল হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে সব ধর্মের লোকদের জন্য যার যার ধর্ম পালনের সুযোগ রেখেছে ইসলাম। অথচ ধর্মকে পুজি করে বিভিন্ন উপায়ে একশ্রেণির লোক ব্যবসা শুরু করেছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM