বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

চিতাবাঘের সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে ভয়াবহ বিপদে তিন যুবক (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের শাধোল এলাকার একটি বনে চিতাবাঘের হামলায় আহত হয়েছেন তিন যুবক। তারা সেখানে পিকনিক করতে গিয়েছিলেন।
বাঘের হামলায় আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতরা ওই চিতাবাঘের সঙ্গে ফাজলামো করছিলেন। ঠিক তখন এটি তাদের ওপর হামলা চালায়।
বাঘের আক্রমণের মুহূর্তটি একজনের মোবাইলের ক্যামেরায় ধরা পড়েছে। তিনিসহ অন্যরা বাঘটির সঙ্গে মজা করছিলেন। ঠিক তখন এটি তেড়ে এসে আক্রমণ করে বসে।

ভিডিওতে দেখা যাচ্ছে, ঝোপের ভেতর একটি চিতাবাঘ দাঁড়িয়ে আছে। ওই সময় পিকনিক করতে যাওয়া যুবকরা বাঘটিকে লক্ষ্য করে বলতে থাকে “আসো আসো”। তাদের মজার করার মুহূর্তটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর আগেই বাঘটি এসে হামলা করে।

ওই সময় তারা বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখন বাঘটি কিছুটা আতঙ্কিত হয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এরপর সঙ্গে সঙ্গে ভিডিওটি শেষ হয়ে যায়।

স্থানীয় বন কর্মকর্তা বাদশাহ রাওয়াত জানিয়েছেন, কয়েকদিন আগেও সেখানে বাঘের হামলার ঘটনা ঘটে। এরমধ্যে নতুন করে আরও তিনজন আহত হয়েছেন। এই মুহূর্তে ওই এলাকায় না যেতে সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি।

চিতাবাঘ অত্যন্ত হিংস্র হয়ে থাকে। যারা বাঘের হামলার মুখে পড়েছিলেন তাদের ভাগ্য ভালো হওয়ায় বেঁচে গেছেন। বাঘটি চাইলে তাদের মধ্যে যে কাউকে টেনে নিয়ে বনের ভেতর চলে যেতে পারত।

সূত্র: এনডিটিভি

এমএফ

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM