বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

প্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতি, ভুয়া সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক: আর্থিকসহ নানা অনিয়মে অভিযুক্ত এক ভুয়া সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। তিনি অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তার (পিআইও) স্বাক্ষর জালিয়াতি করে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি করেছিলেন।

এ অভিযোগে ওই সাংবাদিকের কর্মস্থল ‘নিউজটুনারায়নগঞ্জডটকম’ এর সম্পাদক ও প্রকাশকের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। চিঠির অনুলিপি ইতিমধ্যে অতিরিক্ত উপপুলিশ কমিশনারসহ (সচিবালয়) সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

ওই সাংবাদিকের নাম—মোহাম্মদ আলী (আবির)। তিনি নামসর্বস্ব ‘নিউজটুনারায়নগঞ্জডটকমের প্রধান প্রতিবেদকের পরিচয় দিতেন (রিপোর্টার)।

চিঠিতে বলা হয়, নিউজটুনারায়নগঞ্জডটকম-এর চিফ রিপোর্টার মোহাম্মদ আলী (আবির)-এর বিরুদ্ধে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) ২৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ, বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথা অধিদপ্তরের ফটোগ্রাফারসহ বিভিন্ন ব্যক্তির মৌখিক, লিখিত ও আর্থিক লেনদেনের অভিযোগ যাচাই করে গত ২ অক্টোবর তাঁর অনুকূলে বরাদ্দ করা প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড (অস্থায়ী ৬৪৩৫) বাতিল করা হয়। পরবর্তীতে এ সাংবাদিক প্রধান তথ্য কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে একই নম্বরের নকল প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড তৈরি করেন।

এতে আরও বলা হয়, এ কার্যকলাপের জন্য কেন তাঁর বিরুদ্ধে প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণসহ নিউজটুনারায়নগঞ্জডটকমের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হবে না, তার লিখিত জবাব এ পত্র পাওয়ার ৭ দিনের মধ্যে দিতে বলা হলো।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM