শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬ | ৩ মাঘ, ১৪৩২

কবে থেকে পলিথিন কারখানায় অভিযান জানালেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: কোনও পলিথিন কারখানার অনুমোদন নেই, আর এসব কারখানায় অবৈধভাবে পলিথিন শপিং ব্যাগই তৈরি করা হয়, তা ঠিক নয়। তাই আগামী ১ নভেম্বর থেকে এসব কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২০ অক্টোবর) পরিবেশ অধিদপ্তরে পলিথিন ব্যবসায়ীদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে যেসব বাজার প্লাস্টিক ব্যাগমুক্ত হবে তাদের পুরষ্কার দেয়া হবে। এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে নভেম্বরে শিক্ষার্থীদের পাঠানো হবে। তবে তারা কোনও অভিযান পরিচালনা করবে না। এ সময় পলিথিন ব্যাগ ব্যবহার না করার সিদ্ধান্ত সবাইকে মিলে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতি হিসেবে নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে পলিথিন ব্যাগ ধরে রাখা হবে নাকি বাদ দেব। উৎপাদনকারীর জন্য যেমন এটি নিষিদ্ধ, ব্যবহারকারীর জন্যও নিষিদ্ধ, তাই ব্যবহার করাও বন্ধ করতে হবে

এদিন আরেকটি আলোচনা সভায় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় যে অর্থ দেয়া হচ্ছে তা যথেষ্ট নয়। উন্নত দেশগুলো টাকার যোগান দিলে সংকট থেকে কিছুটা উত্তরণ ঘটলেও জলবায়ুর ন্যায়বিচার হবে না। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে ‘কপ-টোয়েন্টি নাইন’ সম্মেলনে ডকুমেন্টারি দেখানো হবে বলেও জানান তিনি।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM