বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

শপথ নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। আজ রবিবার দেশটির পার্লামেন্টে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর মধ্য দিয়ে তিনি বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর স্থলাভিষিক্ত হলেন।
বিশ্বের অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় গত ফেব্রুয়ারি মাসে। পরে গত ২০ মার্চ দেশটির নির্বাচন কমিশন সুবিয়ান্তোকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে।
শপথ গ্রহণের সময় ৭৩ বছর বয়সী এই কট্টর জাতীয়তাবাদী নেতা ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের প্রতি তার দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া তিনি কঠোরভাবে সংবিধান এবং আইনকানুন ও বিধানগুলো প্রয়োগের প্রতিশ্রুতিও দেন।
আট মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও প্রথম রাষ্ট্রীয় সফরে চীনে যান। এছাড়া নিরাপত্তা চুক্তি সাক্ষরের জন্য তিনি রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়া সফর করেন।
এদিকে, প্রাবোও সুবিয়ান্তোর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রাজধানী জাকার্তাসহ ইন্দোনেশিয়া জুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রায় এক লাখ পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয় দেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM