সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

প্রায় দেড় যুগ পরে খালেদা জিয়ার ব্যাংক হিসাব সচল

ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সকল ব্যাংক হিসাব সচল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘ ১৭ বছর জব্দ থাকার পর তার ব্যাংক হিসাব সচলের এ নির্দেশ দেওয়া হলো।

এনবিআর সূত্র জানিয়েছে, সেন্ট্রাল ইন্টলিজেন্স সেল (সিআইসি) ইতিমধ্যে একটি নোট জারি করেছে যা আজ সকল আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হবে।

এনবিআরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত একটি প্যানেলের সুপারিশের ভিত্তিতে ২০০৭ সালের আগস্টে এনবিআরের সিআইসি ব্যাংকগুলোকে বিএনপি চেয়ারপারসনের সকল ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়।

এরপর থেকে তার ব্যাংক হিসাবগুলো জব্দ ছিল। যদিও বিএনপি একাধিকবার সাবেক প্রধানমন্ত্রীর হিসাবগুলো সচলের দাবি করেছিল।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের দুই সপ্তাহ পরে এনবিআর থেকে ব্যাংক হিসাব সচলের নির্দেশ পাওয়া গেলো।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM