মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

অন্তবর্তীকালীন সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালেন শাওন

বিনোদন ডেস্ক: ঐতিহাসিক ৭ মার্চসহ জাতীয় আটটি দিবস বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় দিবস হিসেবে ৭ মার্চকে বাদ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

ফেসবুক আইডিতে মেহের আফরোজ শাওন লেখেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে অন্তবর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম।’

৭ মার্চের পক্ষে কথা বলার কারণে ‘দালাল’ উপাধি পেতে হলেও আপত্তি নেই বলে জানিয়েছেন শাওন। তিনি লিখেছেন, ‘৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে “দালাল” উপাধি পেতে হয়, তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।’

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM