বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

৯৬ টাকা দরে ভারত থেকে এলো ৫৯৩ টন কাঁচা মরিচ

নিউজ ডেস্ক: দাম কমাতে ভারত থেকে কাঁচা মরিচের আমদানি শুরু হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে গত দুইদিনে ভারত থেকে ৫৯৩ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় ভারত থেকে আমদানি হয়েছে ১০ টন ৯৫৬ কেজি কাচাঁ মরিচ।

এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৫৮১ টন ৯৭০ কেজি কাচাঁ মরিচ আমদানি হয়। এ নিয়ে গত দুইদিনে আমদানি হয়েছে ৫৯৩ মেট্রিক টন।

জানা যায়, দুর্গাপুজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল গত ৫ দিন। গত সোমবার বন্দর সচল হওয়ায় পরই ভারত থেকে ৫০টি ট্রাকে আমদানি হয়েছে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় ৩ কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেছেন। প্রতি কেজি কাঁচা মরিচ ৬০ টাকা কেজি দরে আমদানি করা হয়েছে। এ ছাড়া কেজিপ্রতি আদমানিকারক প্রতিষ্ঠানকে শুল্ক দিতে হবে ৩৬ টাকা। সে হিসেবে আমদানীকৃত প্রতি কেজি কাঁচা মরিচের দাম পড়ে ৯৬ টাকা।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহ জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ট্রাকে ১ মেট্রিক টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে। গতকাল সোমবার ৫০টি ট্রাকে করে ৫৮১ টন ৯৭০ কেজি কাচাঁ মরিচ আমদানি হয়। শুল্ক করাদি পরিশোধ সাপেক্ষে কাঁচা মরিচের চালানগুলো দ্রুত খালাশ দেওয়া হয়।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM