বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দুটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।
ওসি বলেন, ঢাকার আবদুল্লাহপুর থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের সবাই পুরুষ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM