বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

এক সপ্তাহে হিজবুল্লাহর ১০০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক: গত এক সপ্তাহে দক্ষিণ লেবাননে স্থল অভিযানে শতাধিক হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এ ছাড়াও আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহর ৬০টি কমান্ড সেন্টার ও কয়েক ডজন সামরিক স্থাপনা ধ্বংস করেছে তারা।

আইডিএফ আরও জানিয়েছে, গত সাত দিনে হিজবুল্লাহর ৫০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করা হয়েছে এবং সীমান্তের কাছে ১২০ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গও ধ্বংস করা হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর ‘অপারেশন নর্দার্ন অ্যারোজ’ শুরু করার পর থেকে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়ে আসছে।

গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এরপরই হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার সংঘাত ব্যাপক আকার ধারণ করে।

গত ১ অক্টোবর ভোরে লেবাননের সীমান্ত এলাকায় স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরাইল। যা এখনও চলছে।

এদিকে লেবানন থেকেও ইসরাইলের দিকে হামলা চলমান রয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইসরাইলের উপকূলীয় শহর হাইফার দিকে ১০টি রকেট ছোড়া হয়েছে। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM