রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

‘সাগর-রুনি হত্যায় পতিত সরকার ও গণমাধ্যমের ব্যক্তিরা জড়িত’

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে পতিত সরকার, গণমাধ্যম ও বাইরের ব্যক্তিরা জড়িত। এমন দাবি করেছেন মামলার আইনজীবী শিশির মনির।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডে পতিত সরকারের অনেক সেন্সিটিভ মানুষ জড়িত। গণমাধ্যম এবং সরকারের বাইরের মানুষ যারা সরকার পরিচালনায় সহযোগিতা করেছে তারাও জড়িত আছেন বলে তথ্য পাওয়া গেছে। তদন্তাধীন থাকায় নামগুলো বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, সাগর-রুনির শরীরে দু’জন মানুষের ডিএনএ পাওয়া গেছে। তাদের শনাক্ত করার কাজ চলছে। এখন মামলাটি নিয়ে সরকারও বাধা দিচ্ছে না। তদন্তের কাজ যেখান থেকে থেমে গেছিলো, সেখান থেকেই শুরু হয়েছে। তদন্ত শেষে সকলের সামনে রির্পোট তুলে ধরা হবে বলে জানান শিশির মনির।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM