বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ যুক্তরাষ্ট্রের, যা বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আই হামলার প্রতিশোধ হিসেবে ইরানের তেল বাণিজ্যে যুক্ত কোম্পানি এবং জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এবার মার্কিন এই নিষেধাজ্ঞাকে “অবৈধ এবং অযৌক্তিক” উল্লেখ করে নিন্দা জানিয়েছে ইরান।

এক বিবৃতিতে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই সিদ্ধান্তের “কঠোর নিন্দা” করে তারা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা “অবৈধ এবং অন্যায়”। তিনি ইসরায়েলে ইরানের আক্রমণকে ‘আইনি রক্ষা’ হিসেবে উল্লেখ করেছেন।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের এই হুমকি এবং সর্বোচ্চ চাপের নীতি কোনো কাজে আসবে না। কেননা এসব বিদেশি আগ্রাসন ইরানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় স্বার্থ এবং নাগরিকদের রক্ষা করার ইচ্ছার ওপর কোন প্রভাব ফেলেনি। বরং এই নিষেধাজ্ঞা ইসরায়েলকে নিরপরাধদের হত্যা চালিয়ে যেতে ইন্ধন জোগাবে।

প্রসঙ্গত, ইরানের হামলার পর পাল্টা হামলার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। পরে ইরানের তেল স্থাপনায় আক্রমণ না চালতে ইসরায়েলকে পরামর্শ দেয় যুক্তরাষ্ট্র। এদিকে গত মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ইরানের অবকাঠামোর বিরুদ্ধে কোনো হামলা হলে তার প্রতিক্রিয়া হবে আরও শক্তিশালী।”

সূত্র : আল আরাবিয়া

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM