মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

বিপিএলে দল কিনছেন জয়া

বিনোদন ডেস্ক: ক্রিকেটের সঙ্গে বিনোদন দুনিয়ার তারকাদের যুক্ত হওয়ার গল্প নতুন না। ভারতে তো বলিউডের একাধিক তারকা আইপিএলের ক্রিকেট দলের মালিক। ঢালিউড সুপারস্টার শাকিব খানও দল কিনেছেন বিপিএলে। তার দলের নাম ঢাকা ক্যাপিটালস।
এ নিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুভেচ্ছা জানিয়েছেন শাকিবকে। তবে কি শাকিবের দেখানো পথে হাঁটবেন জয়া আহসানও? দল কিনবেন বিপিএলে? সংবাদমাধ্যমের এমন প্রশ্নের মুখে জয়া জানান, আপাতত তেমন কোনো ইচ্ছা তার নেই। ক্রীড়াপ্রেমী হিসেবে গ্যালারিতেই থাকতে চান তিনি।
এ সময় শাকিবকে শুভকামনা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘যেহেতু ঢাকা টিমের মালিকানায় শাকিব আছে। অবশ্যই আমি শুভকামনা জানাই।’
জয়া আছেন সংযুক্ত আরব আমিরাতে। ক্রিকেট সংশ্লিষ্ট কাজেই গেছেন সেখানেও। কাজ, বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সমর্থন দেওয়া। বৃহস্পতিবার শারজায় ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে ম্যাচে পরিবারসহ মাঠে ছিলেন তিনি। নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হারলেও মেয়েদের খেলার দারুণ প্রশংসা করেন জয়া।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM