রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমন্বয়ক সারজিস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের চিকিৎসা এবং আর্থিক সহযোগিতা প্রসঙ্গে আজ শনিবার সারজিস আলমের এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেন, ‘যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এত দীর্ঘসূত্রিতা কেনো? আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন।’
তার এমন স্ট্যাটাসে ২৪ হাজারের বেশি লাইক এবং প্রায় আড়াই হাজার মানুষ মন্তব্য করেন।
স্ট্যাটাসটির কমেন্টে অর্ণব নামের একজন লিখেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ব্যাপারগুলোতেই তারা খামখেয়ালি করছে এর ফলে ঝড়ে যাচ্ছে আরো অনেক প্রাণ সরকার যদি এর ব্যয় ভার বহন না করে তাহলে অবশ্যই ছাত্রদের পক্ষ থেকে ফান্ড কালেকশন করে তাদের চিকিৎসা দেওয়া জরুরি আর একটা প্রাণ যেন অকালে ঝরে না পড়ে সেই ব্যবস্থা আমাদের অতীব জরুরি গ্রহণ করা প্রয়োজন।’
আরিফ হাসান আফজাল নামের একজন লেখেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গেলেন তাদের সহযোগিতা করতে এত সময় কেন? ক্ষমতায় গেলে মানুষ সহযোগিতাকারীদের ভুলে যায়।’
রুবেল খান নামের একজন লেখেন, ‘ভাই দায়িত্ব তোগোই নেওয়া উচিত ছিলো। তোদের অপর ভরষা আছে কিন্তু বিগত এবং এই সরকারের কোনটায় ভরষা নাই।’
আশরাফ দিন নামের আরও একজন লিখেন, ‘বর্তমান সরকারের বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থতার প্রকাশ পাচ্ছে, আগামী এক বছরে জনগণ যদি দেশের ইতিবাচক গতি না দেখতে পাই, দ্রব্যমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যদি না কমানো হয়, ইতিহাস পুনরাবৃত্তি হবে আবার দেশ আমার পিছিয়ে যাবে!’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM