মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

মাকে ছাড়া পূজায় ভালো নেই পূজা চেরি

বিনোদন ডেস্ক: শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি উদযাপনে ব্যস্ত রয়েছেন দেশের তারকারাও। ব্যতিক্রম নন ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। এ বছরের পূজা কোথায়, কেমন কাটছে তা জানিয়েছেন এই নায়িকা।

পূজা চেরি বলেন, সবাই জানেন, মা (ঝর্ণা রায়) আমার সঙ্গে নেই। তিনি মারা গেছেন ছয় মাস হতে চলেছে। গতবারও মা আমার সঙ্গে ছিলেন। বিভিন্ন পূজামণ্ডপে মা আমার হাত ধরে গেছেন। বিষয়টা এমন— আমি তার মা। ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে। এবার আসলে সেভাবে কোনো পরিকল্পনা নেই। নিজের জন্য একটা সুতাও কিনিনি। কিনবও না, কাজে ব্যস্ত থাকব।

এদিকে মন খারাপ থাকলেও প্রার্থনার জন্য পূজামণ্ডপে গিয়েছেন এই নায়িকা। উৎসবেও ব্যস্ত আছেন শুটিংয়ের কাজে। শুটিং ইউনিটের সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM