রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

ফেসবুকে বন্ধুত্ব গড়ে নগ্ন চ্যাট: ব্ল্যাকমেইল করে কোটি টাকা হাতিয়ে নেয়ার চক্র ভারত ও বাংলাদেশ জুড়ে

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে বন্ধুত্ব করে ভিডিও কলে অল্লীশ অঙ্গভঙ্গি করে স্ক্রিন রেকডিং করে তা পারিবারিকগৌ বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেয়ার কথা বলে ব্ল্যাকমেইল করে টাকা নেওয়ার একটি প্রতারক চক্র গড়ে উঠেছে বাংলাদেশ ও ভারতের কিছু অসাধু লোকের সমন্বয়ে। প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় নারীদের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
ঢাকায় এমন ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন সাধারণত: একা থাকে এমন লোকদের টার্গেট করে। গত কয়েকদিন আনিতা দাশগুপ্তা নামের একটি প্রোফাইল থেকে বাংলাদেশের অর্ধশতাধিক লোককে ব্ল্যাকমেইল করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। ফেসবুক প্রোফাইলে গৌহাটি বসবাস করছেন এমন উল্লেখ থাকলেও তিনি মূলত গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। বাংলা ও অসমীয় ভাষা জানেন না, অথচ অসমীয় পরিচয় দিয়ে ফেসবুক প্রোফাইল ওপেন করেছেন।


গত কয়েকদিন বাংলাদেশের ১০/১২টি নাম্বারে মোবাইল ও বিকাশ নাম্বারে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। প্রথমে ফেসবুকে বন্ধুত্ব করে রোমান্টিক চ্যাটের আহ্বান করা হয়। ফোন করার সঙ্গে সঙ্গে অপর প্রাপ্ত থেকে সে তার শরীরে থাকা পোষাক খুলে অশ্লীল অঙ্গভঙ্গি করে স্ক্রিন ভিডিও করে। পরে ফেসবুকের বন্ধুদের কাছে এই ভিডিও পাঠিয়ে তার স্ক্রিনশর্ট পাঠানো হয় টাগেটের লোকজনকে। এই ভিডিও ডিলেট করার জন্য প্রথমে ১০০০ টাকা, পরে ২১ হাজার এবং পরে ১ লাখ টাকা দাবি করে।
বিগত কয়েকদিন ব্যবহৃত যেসব মোবাইল নাম্বারে টাকা নেওয়া হয়েছে সেগুলো হলো- ০১৮৫৩০৪৯৬৭৪, ০১৮৪০১৬৬৮১৮ সহ আরো নাম্বার। সাইবার সিকিউরিটি টিমগুলো এই নাম্বারগুলোর খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। প্রতিদিনই এমন অসংখ্য অভিযোগ জমা হওয়ার প্রেক্ষিতে প্রশাসন থেকে অপরিচিত নাম্বারের ভিডিও কল না ধরার পরামর্শ দেওয়া হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM