মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন শুনানিতে আইনজীবীদের হট্টগোল, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক: সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের জামিন শুনানিতে দু’পক্ষের আইনজীবীদের হট্টগোলে এজলাস ছেড়েছেন বিচারক।

বুধবার বেলা ১১টায় সময় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন এমএ মান্নানের আইনজীবী মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এজলাসে উঠার পরেই দু’পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়। এমন ঘটনার পরে বিব্রতকর অবস্থায় এজলাস ছাড়েন বিচারক। পরে দুপুর আড়াইটায় শুনানির সময় নির্ধারণ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় গত ২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে এম এ মান্নানকে শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার তিনি সুনামগঞ্জ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এর মধ্যে এমএ মান্নানের তিন দফা জামিন শুনানি হয়েছে। বুধবারও সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানি হওয়ার কথা।

এ বিষয়ে এমএ মান্নানের আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, আদালতে হট্টগোলের কারণে বিচারক এজলাস ছেড়ে চলে গেছেন। পরে বেলা আড়াইটায় আবারও শুনানির সময় রির্ধারণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “এম এ মান্নান একজন সিনিয়র সিটিজেন। তার বয়স আশি। খুবই অসুস্থ তিনি। আশা করি এসব বিবেচনায় তাকে জামিন দেওয়া হবে।”

তবে বাদীপক্ষের আইনজীবী মঈনুদ্দিন সোহেল বলেন, “বুধবার আদালতে এম এ মান্নানের জামিন শুনানিই অস্বাভাবিকভাবে হয়েছে। তাই আমরা বাধা দিয়েছি।”

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM