সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

খিলগাঁওয়ে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও এলাকা থেকে অপহৃত কিশোরী উদ্ধারসহ অহরহণকারী শাকিল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার ভোর চারটায় কুষ্টিয়ার খোকসা থানা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৭ অক্টোবর) খিলগাঁও থানায় একটি অপহরণ মামলা রুজু হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার (২ অক্টোবর) সকালে খিলগাঁওয়ের বনশ্রীর বাসার সামনে থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে খিলগাঁও থানায় মামলাটি রুজু হয়।

মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার ভোর ৪টায় কুষ্টিয়ার খোকসা থানার পাইকপাড়া মির্জাপুরে অভিযান চালিয়ে অপহরণকারী শাকিলকে গ্রেপ্তার করা হয় এবং ভিকটিমকেও উদ্ধার করা হয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM