সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬ | ৫ মাঘ, ১৪৩২

স্ত্রীসহ সাবেক এমপি তানভীর ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক সাবেক সচিব এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম ও তানভীরের স্ত্রী মাহিন ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক জয়নুল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের পক্ষে আবেদনটি করেন দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম।

আবেদনে জয়নুল আবেদীন বলেন, এই দম্পতি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। তদন্তে জানা গেছে, ওই দম্পতি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। তারা বিদেশ চলে গেলে তাদের বিরুদ্ধে আনা অর্থ পাচারের অভিযোগ তদন্ত কঠিন হবে। তাই তাদের বিদেশগমন ঠেকাতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রয়োজন।

বিচারক পরবর্তী পদক্ষেপের জন্য আদেশের অনুলিপি পুলিশের বিশেষ শাখার এসপির (ইমিগ্রেশন) কাছেও পাঠিয়েছেন।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM