রবিবার | ১৮ জানুয়ারি, ২০২৬ | ৪ মাঘ, ১৪৩২

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে: মার্কিন পররাষ্ট্র দপ্তর

কূটনৈতিক প্রতিবেদক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। তিনি উল্লেখ করেন, চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

এ তথ্য গতকাল সোমবার (৮ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জানান মিলার।

এসময় দুর্গাপূজার প্রেক্ষাপটে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিলার বলেন, বাংলাদেশে এখন দুর্গাপূজার সময়। নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব উদ্যানের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেশী ভারত সরকারের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দেয়া হয়েছে।

মিলার বলেন, অবশ্যই তারা বাংলাদেশে সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান। আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রেই সত্য।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরো বলেন, বাংলাদেশে ক্রমবর্ধমান উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা (মব ভায়োলেন্স) ও বিচারবহির্ভূত হত্যার (লিঞ্চিং) ঘটনা নিয়ে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফের জরুরি আহ্বানের প্রসঙ্গে তিনি কিছু বলতে পারেননি। তবে তিনি জানান, মাত্র দুই সপ্তাহ আগে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

মিলার আরো বলেন, এই বিষয় স্পষ্ট করে দেয়া হয়েছে, তারা (যুক্তরাষ্ট্র) মানবাধিকার সুরক্ষিত দেখতে চান। আর চূড়ান্তভাবে গত কয়েক মাসে যারা বাংলাদেশি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের এই মন্তব্য বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ফেরাতে পারে।

এমএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM