সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

সেন্টমার্টিন দ্বীপে নিষিদ্ধ হচ্ছে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক: সৈয়দা রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক: জীববৈচিত্র্যের হুমকি বিবেচনায় সেন্টমার্টিন দ্বীপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা জানান তিনি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, সেন্টমার্টিন দ্বীপে কোনো হাসপাতাল নেই। বর্তমান ও আগামী প্রজন্মের জন্য সেন্টমার্টিন দ্বীপ বাঁচানো প্রয়োজন। পর্যটকদের ভিড়, প্লাস্টিক ও পলিথিনের কারণে হুমকির মুখে সেখানকার জীববৈচিত্র্য।

গত বছর ২ লাখ ২০ হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৮ সালেই সেন্টমার্টিন দ্বীপে প্রতিদিন ১ হাজার ২৫০ থেকে ১৮শ’ পর্যটক যেতে পারবে এমন সুপারিশ করা হয়েছিল। সেই সঙ্গে ২০২৩ সালের শুরুতে রাতে সেন্টমার্টিন দ্বীপে অবস্থান না করার সুপারিশ করা হয়। এসব নিয়ম বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এসব সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা যায় কিনা, সে বিষয়ে আলোচনার পর সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পরিবেশ রক্ষায় নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেয়া হবে না বলেও জানান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এই উপদেষ্টা।

এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM